৬.৫ ওভারে ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার নতুন ইতিহাস
৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৪০
প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ জয় নিশ্চিত হয়েছিল আগেই। সিরিজের শেষ ম্যাচটা ছিল তাই শুধুই নিয়মরক্ষার। সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। এই জয় পাওয়ার সময় নতুন ইতিহাসও গড়েছে অজিরা। ক্যারিবিয়ানদের দেওয়া টার্গেট মাত্র ৬.৫ ওভারে পূর্ণ করেছেন স্মিথরা। নিজেদের ইতিহাস এত বল হাতে রেখে আর কখনোই জয় পায়নি তারা।
ক্যানবেরাতে প্রথমে ব্যাটিংয়ে নেমে জাভিয়ার বার্টলেটের বোলিং তোপে ২৪.১ ওভারের মাঝেই মাত্র ৮৬ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এই লক্ষ্য তাড়া করতে নেমে অজিদের ওপেনিং জুটি রীতিমত তান্ডব চালিয়েছে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের উপর। ফ্রাসের ম্যাকগ্রুক ও জস ইংলিশ মাত্র ৪ ওভারের মাঝেই তোলেন ৬৭ রান। ৫ চার ও ৩ ছয়ে মাত্র ১৮ বলে ৪১ রান করেন ম্যাকগ্রুক। ৪ চার ও ১ ছয়ে ১৬ বলে ৩৫ রান করেন ইংলিশ।
শেষ পর্যন্ত মাত্র ৬.৫ ওভারের মাঝেই ৮ উইকেট হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া টার্গেট ছুঁয়ে ফেলে অজিরা। ২৫৯ বল হাতে রেখেই জয় পায় অস্ট্রেলিয়া, যা আগে কখনোই হয়নি তাদের ইতিহাসে। এর আগে ২০০৪ সালে সাউদাম্পটনে ২৫৩ বল হাতে রেখে যুক্তরাষ্ট্রকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে বলের হিসাবে আজকের ম্যাচই সংক্ষিপ্ততম। দুই দল মিলে খেলেছে ১৮৭ বল। এর আগে ২০১২-১৩ মৌসুমে পার্থে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচই শেষ হয়েছিল ১৯৯ বলে।
ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ড ইংল্যান্ডের। ১৯৭৯ সালে ম্যানচেস্টারে ২৭৭ বল হাতে রেখে কানাডাকে হারিয়েছিল ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার আজকের জয় বলের হিসাবে ইতিহাসের সপ্তম বড় জয়।
সারাবাংলা/এফএম