যশোরে আগুনে পোড়ানো লাশ উদ্ধার
৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৩০
যশোর: যশোরে মহসিন (৪৫) নামে এক যুবকের আগুনে পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে যশোর শহরতলীর বালিয়াডাঙ্গা মানদিয়া জামে মসজিদের পেছন থেকে এ লাশ উদ্ধার করা হয়।
মহাসিন নুরপুর গ্রামের মছি মন্ডলের ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মহাসিন সুদের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসায়িক দ্বন্দ্বে প্রতিপক্ষরা তাকে হত্যা করে লাশ ফতেপুরে ফেলে রেখে যায়। গত বৃহস্পতিবার দুপুর থেকেই নিখোঁজ ছিলেন মহসিন।
চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই আমিনুল ইসলাম জানান, সকাল সাড়ে আটটার দিকে ট্রিপল ৯৯৯ খবর পাই একটি লাশ পড়ে আছে। লাশের মুখমণ্ডল পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
যশোর কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল আলম চৌধুরী জানান, ধারণা করা হচ্ছে প্রথমে অজ্ঞাত এই ব্যক্তিকে এখানে এনে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আলামত নষ্ট করার জন্য লাশের মুখমণ্ডল পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের স্বজনেরা থানায় রয়েছেন। এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এমও