Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জলবায়ু প্রকল্পে বিনিয়োগে আগ্রহী ফ্রান্স

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৫৬

ঢাকা: জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিপূর্ণ দেশের অন্যতম বাংলাদেশে এ সংক্রান্ত প্রকল্পে বিনিয়োগে আগ্রহী ফ্রান্স।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে এ আগ্রহ দেখিয়েছেন ফ্রান্সের আন্তর্জাতিক জলবায়ু সমঝোতা বিষয়ক এম্বাসাডর স্টেফান ক্রুজোট। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুয়ে এবং ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সি (এএফডি) এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

বৈঠকে জলবায়ু পরিবর্তন জনিত বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত আলোচনা শেষে এ সম্পর্কিত প্রকল্পে বিনিয়োগে ফ্রান্সের আগ্রহ প্রকাশ করা হয়।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের তিনটি প্রকল্পে ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সি (এএফডি) অর্থায়ন করেছে যার পরিমাণ ১৫ হাজার চারশ ১৫ কোটি নয় লাখ কোটি টাকা।

সারাবাংলা/আরএফ/একে

জলবায়ু পরিবর্তন তাজুল ইসলাম ফ্রান্স স্থানীয় সরকার মন্ত্রী

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর