‘বেলিংহামকে ছাড়াই জিততে জানে রিয়াল’
১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১১:২৭
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই দলের অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেছেন তিনি। জুড বেলিংহামের দুর্দান্ত ফর্ম রিয়ালকে নির্ভার রাখছে সব টুর্নামেন্টেই। তবে জিরুনার বিপক্ষে গত ম্যাচে ইনজুরি পড়েছেন এই তরুণ ফুটবলার। তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বেলিংহামকে। আজ রাতে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে লাইপজিগের বিপক্ষে বেলিংহামকে পাচ্ছে না রিয়াল। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি অবশ্য জানিয়েছেন, বেলিংহামকে ছাড়াই জিততে জানে রিয়াল।
নিজের প্রথম মৌসুমে এখন পর্যন্ত রিয়ালের হয়ে ২০ গোল করেছেন বেলিংহাম। এর মাঝে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে আছে ৪ গোল। জিরুনার বিপক্ষে লা লিগার ম্যাচে দুই গোল পাওয়া বেলিংহাম পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন। পরে জানা যায়, প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। এতে বেলিংহাম মিস করবেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ।
চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে লাইপজিগের ম্যাচেও তাই বেলিংহামকে পাচ্ছে না রিয়াল। আনচেলত্তি অবশ্য বেলিংহামের অনুপস্থিতিতে খুব একটা চিন্তিত নন, ‘আমরা কখনোই ইনজুরিতে থাকা ফুটবলারদের নিয়ে ভাবি না। যারা খেলবে তাদের নিয়েই ভাবতে হবে। বেলিংহামকে ছাড়াই আমরা চার ম্যাচের চারটিতেই জিতেছি। তার পরিবর্তে যারা খেলে তারা ভালোই খেলেছে।’
বেলিংহাম ছাড়াও রিয়ালের জয়ের সম্ভাবনা উজ্জ্বল বলেই মানছেন আনচেলত্তি, ‘বেলিংহাম দুর্দান্ত ফুটবলার, এতে কোনও সন্দেহই নেই। কিন্তু সে ছাড়াও আমাদের অনেক ভালো ফুটবলার আছে। তাকে ছাড়া দল আরও উজ্জীবিত হয়ে মাঠে নামবে। তাকে ছাড়াও রিয়াল জিততে জানে।’
সারাবাংলা/এফএম