Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাটকে আবারও প্রধান রফতানি পণ্য করতে চাই: বস্ত্র ও পাটমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৪ ২২:২০ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৫৩

ঢাকা: পাট আমাদের প্রধান রফতানি পণ্য ছিল। কিন্তু আমাদের গর্বের পাট অনেকটা হারিয়ে গিয়েছিল। পাটকে আবারও প্রধান রফতানি পণ্যের স্থানে নিতে চাই বলে আশা প্রকাশ করেছেন
বস্ত্র ও পাট মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)’র প্যাভিলিয়নে পাটপণ্য প্রদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের কাছে এই আশা প্রকাশ করেন। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, জেডিপিসির নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) গোপাল চন্দ্র দাশসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘বর্তমান টেকসই উন্নয়নের যুগে বিশ্বব্যাপী পরিবেশবান্ধব পাট ও পাটপণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। পরিবেশবান্ধব পাটপণ্যের রফতানি বাড়াতে সবাইকে একযোগে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘এবার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্থান সাংকুলন না হওয়ায় মাত্র ২০ জন উদ্যোক্তাদের উৎপাদিত বহুমুখী পাটপণ্য প্রদর্শনীর সুযোগ দেওয়া গেছে। তবে আগামী মেলায় আরও বড় প্যাভিলিয়ন নির্মাণ করে আরো বেশি উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীর ব্যবস্থা করা হবে।’

মন্ত্রী বলেন, ‘আমি বহুমুখী পাটপণ্যের রফতানি বাড়াতে বেসরকারি খাতের উদ্যোগ উৎসাহিত করার জন্য যা যা করণীয় তাই করব।’

সারাবাংলা/একে

জাহাঙ্গীর কবির নানক টপ নিউজ বস্ত্র ও পাটমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর