Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জয়পুরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
১৯ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৪৯

প্রতীকী ছবি

জয়পুরহাট: জেলার সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে শাহারিমা আক্তার মৌ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি ) বিকেলে উপজেলার চকভারুনিয়া এলাকায় ঘটনাটি ঘটে।

শাহারিমা আক্তার মৌ চকভারুনিয়া গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানায়, মৌ বিকেলে বাড়ির উঠোনে খেলছিল। হঠাৎ করেই সবার অগোচরে সে নিজেদের বাড়ির পাশের পুকুর পাড়ে চলে যায়। ধারণা করা হচ্ছে, কৌতুহলবশত সে পুকুরে পানি ধরতে গিয়ে ডুবে যায়। পরিবার লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে পুকুরে নেমে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে পাওয়া যায়। সেখান থেকে মৌকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/পিটিএম

জয়পুরহাট পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর