Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ভাষা শহিদদের স্মরণে প্রদীপ প্রজ্বালন

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৫৪

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে ভাষা শহিদদের স্মরণে প্রদীপ প্রজ্বালন কর্মসূচি পালন করেছে সেক্টর কমান্ডারস ফোরাম।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলে অস্থায়ী শহীদ মিনার প্রাঙ্গনে সংগঠনটির জেলা ও মহানগর শাখা এ কর্মসূচির আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্যে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ডক্টর অনুপম সেন বলেন, ‘১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঐতিহাসিক দিনটি বাঙালির আত্মপরিচয়ের সাহসী ঠিকানা। অমর একুশের পথ ধরেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের অসমসাহসী ও দূরদর্শী নেতৃত্বে স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলন সর্বোপরি মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের জীবনের বিনিময়ে বাঙালির বিজয় অর্জিত হয়েছে। বিশ্বের ইতিহাসে বাঙালিই একমাত্র জাতি যারা নিজের মাতৃভাষায় কথা বলার অধিকার রক্ষায় জীবন দিয়েছে।’

‘কিন্তু বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয়নি। সুযোগ পেলেই মুক্তিযুদ্ধের পরাজিত জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা ছোবল মারতে চায়। একুশের চেতনায় ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে।’

সংগঠনের মহানগর শাখার সভাপতি সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন শিক্ষাবিদ জাহিদ হোসেন শরীফ, স্বাধীন বাংলা বেতারের কন্ঠশিল্পী জয়ন্তী লালা, সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, জেলা সভাপতি নুরুল আলম মন্টু, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান এম এ রশীদ, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, সিরাজউদ্দৌলাহ্ চৌধুরী, আবু বক্কর সিদ্দিকী, লেয়াকত হোসেন।

এ ছাড়া সংগঠনের মহানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম চৌধুরী, যুগ্ম সম্পাদক ইফতেখার রাসেল, সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক খান ও সাহেদ মুরাদ শাকু, নারী সম্পাদক সাইফুন নাহার খুশী, জসীম উদ্দিন, নাজিম উদ্দিন,নুরুল হুদা চৌধুরী, আশেক মাহমুদ মামুন, পংকজ রায়, কামরুল আজম, কামাল উদ্দিন, রাজীব চন্দ, নবী হোসেন সালাউদ্দিন, দীপন দাশ, মোস্তাফিজুর রহমান বিপ্লব, কোহিনুর আকতার, শফিকুর রহমান, শিলা চৌধুরী, নুসরাত জাহান, পারভীন আকতার, এ এম এইচ মানিক, মোহাম্মদ হোসেন চৌধুরী সাদ্দাম, মফিজুর রহমান বাহাদুর, এম এ খালেক, বন্ধন সেন, আবদুর রহিম, অনিমেষ পালিত, জয় দাশগুপ্ত, জহির খান বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/একে

চট্টগ্রাম টপ নিউজ প্রদীপ প্রজ্বালন ভাষা শহিদ


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর