Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারাভোগ শেষে দেশে ফিরে গেলেন ভারতের তরুণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:২২

দিনাজপুর: অবৈধ অনুপ্রবেশ ও মাদক মামলায় এক বছর কারাভোগের পর ভারতে ফিরে গেলেন দিদারুল ইসলাম (২৬) নামে এক তরুণ।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় হিলি সীমান্তের শূন্যরেখা মেইন পিলার ২৮৫ /১১এস পিলারের কাছে হিলি ইমিগ্রেশন পুলিশ ভারতীয় ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী উপস্থিত ছিলেন।

দিদারুল ইসলাম ভারতের দক্ষিণ দিনাজপুর ভীমপুর খারুন এলাকার সামসুল ইসলামের ছেলে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন,গত ২০২২ সালের আগস্ট মাসে বিরামপুর উপজেলা ভাইগড় সীমান্ত এলাকায় দিয়ে মাদক পাচারের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) হাতে আটক হযন দিদারুল ইসলাম।

আটকের পর তাকে পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। পরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক বছর ও মাদক মামলায় এক বছর সাজা দেন আদালত। একই সাথে দুই মামলার সাজা চলায় এক বছরে তার সাজার মেয়াদ শেষ হওয়ায় আজ হস্তান্তর করা হয়।

সারাবাংলা/একে

সারাবাংলা/একে

কারাভোগ ভারতের যুবক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর