Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রচারে জমজমাট কুসিক উপনির্বাচনের মাঠ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৪ ২০:২২

শনিবার নির্বাচনি প্রচারে বাস প্রতীকের প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা। ছবি: সংগৃহীত

কুমিল্লা: প্রতীক পাওয়ার দ্বিতীয় দিনেই প্রচারে জমজমাট হয়ে উঠেছে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র পদে উপনির্বাচন। মিছিল আর গণসংযোগের মাধ্যমে ভোটারদের দ্বারে দ্বারে চলে যাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের কাছে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

গতকাল শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক বুঝে পেয়েই ভোটের নামে নেমে পড়েন প্রতিদ্বন্দ্বী চার প্রার্থী। আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত একটানা প্রচারে ব্যস্ত ছিলেন তারা।

বিজ্ঞাপন

এই নির্বাচনে দল থেকে একক প্রার্থী দেয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে দলটির দুই নেতা এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন। তাদের একজন ডা. তাহসিন বাহার সূচনা পেয়েছেন বাস প্রতীক। তিনি কুমিল্লার সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের মেয়ে।

আরও পড়ুন- কুসিকে ২ আ.লীগ নেতার বাস-হাতি, সাক্কু-কায়সার আগের মতো ঘড়ি-ঘোড়া

শনিবারের গণসংযোগে সূচনা বলেন, সবার ভোটে আমার বাবা চারবারের সংসদ সদস্য হয়েছেন। আমার চাচা আরফানুল হক রিফাত মেয়র হয়েছেন। আমিও বাবা-চাচাদের পদাঙ্ক অনুসরণ করে আপনাদের সেবক হতে চাই। আমার প্রতীক বাস। এই বাস সর্বসাধারনের পরিবহণ। আপনারা নগরবাসীরা যাত্রী হলে আমি হতে চাই সেই বাসের চালক।

আরেক আওয়ামী লীগ নেতা নূর উর রহমান তানিম হাতি প্রতীক নিয়ে লড়াই করছেন এই নির্বাচনে। তিনি বলেন, সাধারণ মানুষজন আজ জিম্মি। তারা ভালো করে কথা বলতে পারে না। আমি ৪০ বছর ধরে রাজনীতি করছি। আমি এ জনপদের সন্তান। আমাকে অবশ্যই নগরবাসী মূল্যায়ন করবে।

কুমিল্লা সিটির প্রথম দুই নির্বাচনেই মেয়র নির্বাচিত হন মনিরুল হক সাক্কু। বিএনপি থেকে বহিষ্কৃত এই নেতা ২০২২ সালের নির্বাচনে টেবিল ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। এবারও তিনি একই প্রতীক পেয়েছেন। সাক্কু বলেন, গতবারের নির্বাচনে মানুষজন তাদের ভুল বুঝতে পেরেছে। আমি বিশ্বাস করি, এবার তারা আর সেই ভুল করবে না। আমি বিজয়ী হয়ে নগরবাসীর জন্য কাজ করব।

বিজ্ঞাপন

গণসংযোগে ব্যস্ত মনিরুল হক সাক্কু। ছবি: সংগৃহীত

বিএনপি থেকে বহিষ্কৃত আরেক নেতা নিজাম উদ্দিন কায়সার বলেন, গত বছর সারাদেশে একটা ডামি নির্বাচন হয়েছে। নির্বাচনে মানুষ ভোট দিতে যায়নি। কুমিল্লার মানুষও তাই জিম্মি দশায় আছে। তাই গতবারের মতো এবারও ঘোড়া প্রতীকের জোয়ার উঠেছে। ইনশাআল্লাহ, এবার ঘোড়ার বিজয় হবে।

২০২২ সালের ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। আগের দুই নির্বাচনেই মেয়র পদে বিজয়ী বিএনপি নেতা মনিরুল হক সাক্কুকে পরাজিত করে সেই নির্বাচনে জয় পান আওয়ামী লীগের আরফানুল হক রিফাত। গত ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করলে ইসি কুসিক উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

কুমিল্লা সিটির এই উপনির্বাচনে ভোট গবে আগামী ৯ মার্চ। সিটি করপোরেশনের দুই লাখ ৪২ হাজার ৬৯৮ জন ভোটার এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটকেন্দ্রের সংখ্যা ১০৫টি।

সারাবাংলা/টিআর

কুমিল্লা সিটি করপোরেশন কুসিক উপনির্বাচন কুসিক নির্বাচন ডা. তাহসিন বাহার সূচনা নিজাম উদ্দিন কায়সার নূর উর রহমান মাহমুদ তামিম মনিরুল হক সাক্কু

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর