Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজার কিছুটা অস্থিতিশীল— সংসদে শিল্পমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫৮

ঢাকা: বাজার কিছুটা অস্থিতিশীল আছে উল্লেখ করে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ‘বাজার যাতে স্থিতিশীল থাকে, রোজায় যাতে জনমনে দুর্ভোগের সৃষ্টি না হয়, সেজন্য আমরা ব্যবস্থা করছি।’

রোববার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে মাহফুজুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘সামনে রমজান মাস, স্বাভাবিকভাবেই সারাবিশ্বের মুসলমানরা এই পবিত্র মাস রমজান মোবারক পালন করব। আমাদের বাজারে কিছুটা অস্থিতিশীলতা আছে। সেটি বিভিন্ন কারণে, বৈশ্বিক কারণে। চিনি আমরা আমদানি করি। আমাদের ১৭টি চিনির কল আছে, সেখানে যে কাঁচামাল ইক্ষু সেটি উৎপাদন করতে বছর লাগে। আমরা যদি বহুমুখী পদক্ষেপ না নেই তাহলে চিনি কলগুলো বোঝা হয়ে যাবে। সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা অনেক পরিকল্পনা নিয়েছি। আমার বিশ্বাস এখন আর চিনির অভাব হবে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের যে চিনি আছে সামরিক বাহিনী, পুলিশসহ বিশেষ করে সরকারি বাহিনীগুলোকে সরবরাহ করে থাকি। বাইরের বাজারের জন্য আমাদের কিছুটা শর্ট (কম) পড়ে। সেখানে প্রাইভেট যারা আছে টিসিবিসহ তারা আমদানি করে থাকে। বিশ্ব বাজারের পরিস্থিতিতে যেটুকু দাম বাড়ার সেটুকু বেড়েছে। আমার শিল্প মন্ত্রণালয় দামে যদিও সাবসিডি দিতে হয় তবুও ৪৫ টাকাই রেখেছি। আমরা আমাদের নির্ধারিত মূল্যই দিচ্ছি।’

সারাবাংলা/এএইচএইচ/এমও

অস্থিতিশীল টপ নিউজ শিল্পমন্ত্রী সংসদ


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর