Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেনিয়া যাচ্ছেন পরিবেশমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৫৫

ঢাকা: জাতিসংঘ পরিবেশ সম্মেলনে যোগ দিতে কেনিয়া যাচ্ছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ষষ্ঠবারের মতো আয়োজিত এই সম্মেলনের হাই লেভেল সেগমেন্টে যোগ দেবেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে কেনিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন মন্ত্রী। সম্মেলনে যোগদান শেষে ৩ মার্চ তার দেশে প্রত্যাবর্তন করার কথা রয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানা যায়। এতে বলা হয়, পরিবেশমন্ত্রী অধিবেশনের হাই লেভেল সেগমেন্টে অংশগ্রহণ ছাড়াও বাংলাদেশের কান্ট্রি স্টেটমেন্ট দেবেন। এবং স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজনে দেশের সাফল্যগুলি তুলে ধরবেন। এছাড়া পরিবেশগত সুরক্ষায় জাতীয় উদ্যোগ ও মালিকানার গুরুত্বের পাশাপাশি তিনি বৈশ্বিক ঐক্য ও কর্মের গুরুত্ব তুলে ধরবেন।

বিশ্ব এখন জলবায়ু পরিবর্তন, প্রকৃতি ও জীববৈচিত্র্যের হ্রাস এবং (প্লাস্টিক) দূষণের ত্রিশঙ্কা মোকাবিলা করায় এবারের জাতিসংঘ পরিবেশ অধিবেশনের থিম নির্ধারিত হয়েছে ‘জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের হ্রাস এবং দূষণ মোকাবেলায় কার্যকর, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই সহযোগিতামূলক পদক্ষেপ’।

সারাবাংলা/আরএফ/এমও

কেনিয়া পরিবেশমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর