Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেনবাগে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২২

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগে খুরশিদ আলম (৫৮) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বালিয়াকাদি গ্রামের কবির মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন-শহীদ উল্লাহ (৬৫), তার ছেলে অলি উল্লা (৩০) ও ছেলের বউ ফারকানর নেছা (৩৩)।

প্রতিবেশী খাজা মাইন উদ্দিন জানান, সোমবার রাত একটার সময় শহীদ উল্লাহ ও তার ছেলেরা তাদের টয়লেট পরিষ্কা করে সেই ময়লাগুলো খুরশিদ আলমের বাড়ির সামনে ফেলে। দুর্গন্ধ পেয়ে সকালে খুরশিদ আলম চেচামেচি করলে শহীদ উল্লাহ ও তার ছেলেদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শহীদ উল্লাহ ও তার ছেলে সোহাগ, সুমন, হিমল বাবু একত্রিত হয়ে খুরশিদ আলম ও তার পরিবারের ওপর হামলা চালায়। এসময় লাঠির আঘাত খুরশিদ আলম ঘটনাস্থলেই মারা যান।

সকালে খুরশিদ আলম ও তার প্রতিবেশী শহীদুল্লার সঙ্গে বাড়ির সীমানায় ময়লা ফেলা ও জমাট থাকা ময়লা পানিকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে লাঠি দিয়ে শহীদুল্লাহ ও তার পক্ষের লোকজন খুরশীদ আলমকে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

সেনবাগ থানার ওসি মো. নাজিম উদ্দিন জানান, এঘটনায় তিনজনক গ্রেফতার করা হয়ছে। তাদের বিচারিক আদালত পাঠানো হবে।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর