Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবি’র সোহরাওয়ার্দী হলে অগ্নিকাণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৩৯

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ওই ছাত্রাবাসে অবস্থানরত ছাত্রদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে হলের ১৪৪ নম্বর কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ওই কক্ষে অবস্থানরত আবাসিক শিক্ষার্থী রাব্বিউল হাসান শান্ত সারাবাংলাকে বলেন, ‘রুম থেকে বের হওয়ার আগে চেয়ারের ওপর একটি মাল্টিপ্ল্যাগ রেখে গিয়েছিলাম। আগুনে সেটা পুড়ে গেছে। ধারণা করছি, সেটা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আমার আরও সরঞ্জাম পুড়ে গেছে।’

আগুনে বইপত্র, বিছানা ও পোশাক পুড়ে প্রায় ত্রিশ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি ওই শিক্ষার্থীর।

সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ শিপক কৃষ্ণ দেবনাথ বলেন, ‘কক্ষে থাকা শিক্ষার্থীর অসচেতনতার জন্য মাল্টিপ্ল্যাগ থেকে আগুনের সূত্রপাত হয়। এক পর্যায়ে আগুন পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলে।’

হাটহাজারী উপজেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান সারাবাংলাকে বলেন, ‘বৈদ্যুতিক শটর্সাকিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আমরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়েছি। আগুন ওই কক্ষের বাইরে ছড়াতে পারেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।’

সারাবাংলা/আরডি/পিটিএম

আগুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সোহরাওয়ার্দী হল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর