Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে এরশাদপুত্র এরিক ও বিদিশার ওপর হামলার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:০২ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১২:১৫

রংপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ ও তার সাবেক স্ত্রী বিদিশার ওপর হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরে হুসেইন মুহম্মদ এরশাদের ট্রাস্টভুক্ত প্রতিষ্ঠান ‘পল্লীবন্ধু কোল্ড স্টোরেজ’-এ ঘটনা ঘটে বলে সংবাদ সম্মেলনে করে অভিযোগ করেন বিদিশা।

এরশাদের রংপুরে পল্লীনিবাস বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিদিশা অভিযোগ করে বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ মৃত্যুর আগে তার ছেলে এরিক এরশাদের ভরণ-পোষণের জন্য বেশ কিছু সম্পদ ট্রাস্টের নামে উল্লেখ করে যান, যেন ভবিষ্যতে তার কোনো অসুবিধা না হয়। এরই অংশ হিসেবে রংপুরের মিঠাপুকুরের পদাগঞ্জের পল্লীবন্ধু কোল্ড স্টোরেজও রয়েছে। তবে এই কোল্ড স্টোরেজের ৩০ ভাগ শেয়ার হুসেইন মুহম্মদ এরশাদ তার চাচাতো ভাই সামছুজ্জামান মুকুলের নামে দিয়েছেন। কিন্তু এরশাদের মৃত্যুর পর ট্রাস্টের আওতাধীন কোল্ড স্টোরেজ থেকে কোনো লভ্যাংশ পান না এরিক। ট্রাস্টের কমিটি মেয়াদোত্তীর্ণ হলেও জবর দখলের মাধ্যমে কোল্ড স্টোরেজটি কুক্ষিগত করে রেখেছেন মুকুল ও স্থানীয় প্রভাবশালী বারী মুন্সি নামে এক ব্যক্তি।’

তিনি জানান, মঙ্গলবার সকালে তিনিসহ ছেলে এরিক এরশাদ কোল্ড স্টোরেজে গেলে সেখানে বারী মুন্সি, মুকুল ও তার ছেলেসহ অপরিচিত লোকজন ধাক্কা দিয়ে গালিগালাজ করে বের করে দেন। এক পর্যায়ে পুলিশে খবর দিলে তারা এসে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করার হয়েছে।

এদিকে, হামলার বিষয়ে অভিযুক্ত সামছুজ্জামান মুকুলের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে আরেক অভিযুক্ত আব্দুল বারী মুন্সি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এরিক এরশাদ বা বিদিশা কেউই থানায় কোনো অভিযোগ দেননি।’

সারাবাংলা/পিটিএম

অভিযোগ এরশাদ এরিক টপ নিউজ বিদিশা হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর