Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোজায় অফিস ৯টা-সাড়ে ৩টা, সরকারিভাবে করা যাবে না ইফতার পার্টি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩৬

ঢাকা: রমজান মাসে অফিস সময় সূচী ঘোষণা করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ ব্রিফিং এ বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। সিদ্ধান্ত অনুযায়ী, রোজার সময় অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রোজায় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা হবে অফিসের সময়সূচি। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

তবে ব্যাংক, বীমা, সুপ্রিম কোর্ট, অন্যান্য স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান নিজস্ব সুবিধা অনুযায়ী অফিস সূচি নির্ধারণ করবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, এবার কোনো ধরনের ইফতার পার্টি করা যাবে না। ইফতার পার্টির নামে খাবার অপচয় রোধেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এ বছর রোজা শুরু হতে পারে ১২ বা ১৩ মার্চ।

সারাবাংলা/জেআর/ইআ

ইফতার পার্টি রমজানে অফিস সময়সূচী

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর