Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যবিপ্রবির আলোচিত ‘লিফটকাণ্ড’ তদন্তের নির্দেশ হাইকোর্টের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৪ ২০:১০

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আলোচিত ‘লিফটকাণ্ড’ তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

যশোরের ঝিকরগাছা উপজেলার বাসিন্দা আব্দুল করিমের দায়ের করা রিট পিটিশন গ্রহণ করে হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসাইন এই নির্দেশ দেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) আদেশের সার্টিফায়েড কপি পেয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মোস্তফা গোলাম কিবরিয়া।

বিজ্ঞাপন

মামলার বাদী যশোরের ঝিকরগাছা উপজেলার বাসিন্দা ও বঙ্গবন্ধু পরিষদ যশোর জেলা শাখার প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আব্দুল করিম জানান, যবিপ্রবিতে ১৪টি লিফট স্থাপন নিয়ে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। দুর্নীতির বিষয়টি বিবেচনায় নিয়ে এবং লিফটের মান নিয়ে প্রশ্ন থাকায় দুর্ঘটনার আশঙ্কা থেকে তিনি হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। হাইকোর্ট তার রিটপিটিশন গ্রহণ করে তদন্তের আদেশ দিয়েছেন।

বাদীর আইনজীবী মোস্তফা গোলাম কিবরিয়া বলেন, যবিপ্রবিতে ১৪টি ‘মেশিনরুম টাইপ’ লিফট স্থাপনের দরপত্র আহ্বান করা হলেও সেখানে ‘মেশিনরুম লেস টাইপ’ লিফট গ্রহণ করা হয়েছে। এখানে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ থাকায় হাইকোর্ট রিটটি আমলে নিয়েছেন। হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসাইন গত ১২ ফেব্রুয়ারি এ সংক্রান্ত আদেশ দিয়েছেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রিটের আদেশের সার্টিফায়েড কপি হাতে পেয়েছি।

বিজ্ঞাপন

আদেশে দুদককে আদেশের কপি পাওয়ার পর সুষ্ঠু তদন্ত করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ ইউজিসিকে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

যবিপ্রবির লিফট বুঝে নেওয়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব জানান, লিফট স্থাপন নিয়ে হাইকোর্টে রিটের বিষয়টি শুনেছেন। তবে রুলের কোনো কপি এখনো পাননি। কপি পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের আইনজীবীর সাঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেবেন।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনও একই কথা বলেছেন। তিনি বলেন, হাইকোর্টের নির্দেশনা সংক্রান্ত কোনো কাগজপত্র এখনো পাননি।

এর আগে ২০২৩ সালের মে মাসে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৪টি লিফট স্থাপন নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। সাড়ে ১০ কোটি টাকার এই কাজে বড় ধরনের অনিয়মের অভিযোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, দরপত্রের একাধিক শর্ত লঙ্ঘন করে ১৪টি লিফটের এই মালামাল সরবরাহ করা হয়েছে। এর মধ্যে অন্যতম ছিল, ‘মেশিনরুম টাইপে’র পরিবর্তে ‘মেশিনরুম লেস টাইপ’ লিফট সরবরাহ। একইসঙ্গে ডোর সাইজ ও মোটরপাওয়ার দরপত্র অনুযায়ী কম মানের সরবরাহ করা হয়। দরপত্র অনুযায়ী সরবরাহ করা লিফটের তিনটি ক্যাটাগরিতে ‘নন কমপ্লাই’ উল্লেখ করে প্রতিবেদন দেয় লিফট বুঝে নেওয়া কমিটি। কিন্তু তারপরও সেই লিফটগুলোই স্থাপন করা হয়।

সারাবাংলা/টিআর

যবিপ্রবি যশোর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) লিফট স্থাপনে অনিয়ম লিফটকাণ্ড হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর