মোংলায় অস্তিত্ব সংকটে থাকা খালে পরিচ্ছন্নতা অভিযান শুরু
১ মার্চ ২০২৪ ১৯:৩৫
বাগেরহাট: মোংলায় দখল-দূষণে অস্তিত্ব সংকটে থাকা কয়েকটি সরকারি খালের ময়লা-আবর্জনা পরিস্কার-পরিচ্ছন্নতার অভিযান শুরু হয়েছে। পৌর শহরের ঠাকুরানী খালের গার্লস স্কুলের অংশে এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান।
এ কাজে অংশ নিয়েছেন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। এছাড়া ব্যবহার করা হচ্ছে স্কেভটর।
মেয়র শেখ আ. রহমান বলেন, ‘দুই পাড়ের লোকজন দখল ও ময়লা আর্বজনা ফেলে খালকে প্রায় অস্তিত্বহীন করে ফেলেছেন। যা ময়লা ও মশার ভাগাড়ে পরিণত হয়েছে। তাই প্রথমেই ঠাকুরাণী খালের পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়েছে। কয়েক দিন ধরে এ খালের ৩ কিলোমিটার পরিস্কার করা হবে। এরপর পর্যায়ক্রমে মধুর খালের ৬ কিলোমিটার ও কেওড়াতলা খালের ১ কিলোমিটার জুড়ে ময়লা-আবর্জনা পরিস্কার-পরিচ্ছন্ন করা হবে। এই ময়লা-আবর্জনা পরিস্কারের পর খালের অবৈধ দখলমুক্ত ও তা খনন করে পুনরায় নাব্যতা ফিরিয়ে এনে আসছে বর্ষা মৌসুমের আগেই সচল, পানি প্রবাহ স্বাভাবিক এবং জলাবদ্ধতা নিরসন করা হবে।’
স্থানীয় বাসিন্দা আইয়ুব আলী ও বাদল মৃধা বলেন, ময়লা-আবর্জনা জমে ঠাকুরাণী খালটি ভরাট হয়ে গেছে। পানি ওঠানামা বন্ধ থাকায় দুর্গন্ধ ও মশার উপদ্রবে টেকা দায় হয়ে পড়েছে। দাবির প্রেক্ষিতে অবশেষে পৌর কর্তৃপক্ষ খালটি পরিস্কারের কাজ শুরু করায় মেয়রকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
সারাবাংলা/এমও