ঢাকা: রাজধানীর নিউমার্কেট থানা সংলগ্ন গাউসুল আজম মার্কেটের দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
শনিবার (২ মার্চ) বিকেল ৪টা ৩৬ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে নিউমার্কেটের গাউসুল আজম মার্কেটের দোকানে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে।’
কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।