আইপিএলে হায়দরাবাদের অধিনায়ক কামিন্স
২ মার্চ ২০২৪ ১৮:৪১
তার অধীনে গত বছরটা দুর্দান্ত কেটেছে অস্ট্রেলিয়ার। প্যাট কামিন্সের অধীনেই রেকর্ড ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতেছে অজিরা। এত সাফল্যের সুবাদে ২০২৩ সালে আইসিসির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অজি অধিনায়ক। এই সাফল্যের মাঝে রেকর্ড ২০.৫ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছিল আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদ। এবার কামিন্সের কাঁধেই অধিনায়কত্বের ভার দিলো হায়দরাবাদ।
গত মৌসুমে এইডেন মার্করামের অধীনে বাজে পারফর্ম করে গ্রুপ পর্বেই বাদ পড়েছিল হায়দরাবাদ। পয়েন্ট তালিকার সবার শেষে থেকে ১৪ ম্যাচের মাঝে মাত্র ৪ ম্যাচ জেতা হায়দরাবাদ এবার নতুনভাবে সাজিয়েছে দল। এর অংশ হিসাবেই মোটা অংকে কামিন্সকে কিনেছিল তারা। এবার সেই কামিন্সকেই অধিনায়ক ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
২০১৬ থেকে ২০২০ মৌসুম পর্যন্ত আরেক অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নানের অধীনে প্রতিবারই প্লে-অফে খেলেছে হায়দরাবাদ। এর মাঝে ২০১৬ সালে শিরোপাও জেতে তারা। তবে গত তিন মৌসুম ধরেই খুব একটা ভালো করতে পারছে না দলটি। দুইবার হয়েছে অষ্টম, সবশেষ গতবার ১০ম হয়ে টুর্নামেন্টের ইতি টানে তারা।
আগামী ২৩ মার্চ ইডেন গার্ডেনসে কলকাতার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে কামিন্সের হায়দরাবাদের আইপিএল মিশন।
সারাবাংলা/এফএম