ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় মালবাহী একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৬০) এক ব্যক্তি মারা গেছে। মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
শনিবার (২ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানুমং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ওই অজ্ঞাত ব্যক্তি মারা যান। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ পুলিশ হেফাজতে আছে।