Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৪ ১৮:০৯

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব‍্য উদ্ধার ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ দুই জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

তারা হলো, শিবগঞ্জ উপজেলার শ‍্যামপুর চৌধুরী পাড়া এলাকার মিঠুন ওরফে সাগর ও একই উপজেলার পুকুরিয়া পশ্চিম পাড়া এলাকার সেবাদুল ইসলাম। এসময় তাদের কাছে থাকা একটি বিদেশি পিস্তল, দু’টি ম‍্যাগাজিন ও দশ রাউন্ড গুলি জব্দ করে পুলিশ।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ‍্য নিশ্চিত করেছে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ।

জানা গেছে, পুলিশের বিশেষ এই অভিযান পরিচালনার সময় গতকাল সন্ধ‍্যায় শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি ট্রাক টার্মিনালের পাশের একটি আম বাগানসংলগ্ন পাকা রাস্তার উপর থেকে আসামিদের হেফাজতে থাকা এসব অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, আইনগত ব‍্যবস্থা শেষে আসামিদের আজ আদালতের মাধম্যে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমও

অস্ত্র ও গুলি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর