Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ১৭ কি‌লো‌মিটার যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৪ ০৯:৪৬ | আপডেট: ৬ মার্চ ২০২৪ ১৩:২৬

টাঙ্গাইল: টাঙ্গাইলে মহাসড়‌কে বাড়‌তি প‌রিবহ‌নের চাপের কার‌ণে প্রায় ১৭ কি‌লো‌মিটার সড়‌কে যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এতে চরম বিপা‌কে প‌ড়ে‌ছে চালক ও যাত্রীরা।

বুধবার (৬ মার্চ) ভোররাত থে‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেত‌ু মহাসড়‌কের বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব হ‌তে কা‌লিহাতীর রসুলপুর পর্যন্ত প্রায় ১৭ কি‌লো‌মিটার এলাকায় যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়েছে।

জানা গে‌ছে, মহাসড়‌কের এলেঙ্গা হ‌তে বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত ১৪ কি‌লো‌মিটার দুইলে‌নেই প‌রিবহ‌নের চাপ র‌য়ে‌ছে। ত‌বে এলেঙ্গা হ‌তে ঢাকাগামী লে‌নে তেমন প‌রিবহন নেই। যানজ‌টের কার‌ণে উত্তরব‌ঙ্গগামী এবং ঢাকাগামী প‌রিবহনগু‌লো এলেঙ্গা হ‌তে ভুঞাপ‌ুর-তারাকা‌ন্দি- বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব আঞ্চ‌লিক সড়ক ব‌্যবহার ক‌রে সেতু গোলচত্ত্বর হ‌য়ে চলাচল কর‌ছে।

বিজ্ঞাপন

মহাসড়‌কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ বে‌শি। একইসঙ্গে এলেঙ্গা হ‌তে সেতুপূর্ব পর্যন্ত দুইলে‌নের সড়‌কে প‌রিবহ‌নের ধীরগ‌তি হ‌লেই ট্রাক চালকরা ঘু‌মি‌য়ে যায়। ‌এতে পিছ‌নের গা‌ড়িগু‌লোও ম‌নে ক‌রে সড়‌কে যানজটের সৃ‌ষ্টি হ‌য়েছে। যানজট নিরস‌নে হাইও‌য়ে পু‌লি‌শের পা‌শাপা‌শি জেলা পু‌লি‌শের সদস‌্যরা কাজ করছে।

সারাবাংলা/এমএস/এনএস

টপ নিউজ টাঙ্গাইল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর