Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পাট বীজের সংকট দূর করতে পদক্ষেপ নেওয়া হয়েছে’

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৪ ১৮:৫৭ | আপডেট: ৬ মার্চ ২০২৪ ২০:৩১

ঢাকা: চলতি পাট মৌসুমে মানসম্মত পাট বীজের সংকট দূর করতে পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে বস্ত্র ও পাট মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, চলতি পাট মৌসুমে পাট বীজের সংকট হবে না।

বুধবার (৬ মার্চ) দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ জুট মিলস্ করপোরেশনের (বিজিএমসি) সম্মেলন কক্ষে জাতীয় পাট দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কীত স্থায়ী কমিটির সভাপতি গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। সেমিনারে সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফ।

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদের ১ম অধিবেশনের সমাপণী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাট ও পাটজাত পণ্য এবং চামড়া ও চামড়াজাত পণ্যের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন জানিয়ে পাটমন্ত্রী বলেন, পাট সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীর বার্তাটি গুরুত্বসহকারে অনুধাবন করে এ বিষয়ে কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে।

পাটখাতের সমস্যা সমাধানে কৃষি মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সমন্বয় করে কাজ করা হবে জানিয়ে তিনি বলেন, বিশ্বব্যাপী পরিবেশবান্ধব পাট ও পাটপণ্যের ব্যাপক চাহিদাকে গুরুত্ব দিয়ে পাটপণ্যের রফতানি বাড়াতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি বেসরকারি খাতের উদ্যোগ উৎসাহিত করতে যা যা করণীয় তাই করা হবে।

মন্ত্রী বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয় অন্যান্য বছরের মতো এবারও ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাটশিল্পের বাংলাদেশ’ প্রতিপাদ্যে ৬ মার্চ ‘জাতীয় পাট দিবস ২০২৪’ উদযাপন করতে যাচ্ছে। আগামী ১৪-১৬ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনব্যাপী বহুমুখী পাটপণ্য প্রদর্শনী ও মেলা আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

সারাবাংলা/এনআর/ইআ

টপ নিউজ বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক

বিজ্ঞাপন

চালু হলো পাঠাও পে
৮ জুলাই ২০২৫ ১৫:০৬

আরো

সম্পর্কিত খবর