Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বরই দিয়ে ইফতার: ধর্মপ্রাণ মুসলমানের সঙ্গে রসিকতা’

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৪ ১৯:৩১

ঢাকা: বরই দিয়ে ইফতার করার পরামর্শ দিয়ে শিল্পমন্ত্রী ধর্মপ্রাণ মুসলমানের সঙ্গে এক ধরনের রসিকতা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (০৬ মার্চ) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘রোজার প্রাক্কালে সরকারের সিন্ডিকেটের সদস্য আরও বেপরোয়া হয়ে উঠেছে। পরিকল্পিতভাবে নানা অঘটন ঘটিয়ে এরই মধ্যে বাড়িয়ে দিয়েছে চিনির দাম। শুল্ক কমানোর পরদিন থেকেই দাম তো কমেইনি বরং বৃদ্ধি পেয়েছে। খেজুরের দাম বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিক গতিতে, এত দাম বৃদ্ধি হয়েছে যে, মানুষ আর খেজুর কিনতে পারছে না। প্রতি কেজিতে খেজুরের দাম ৫০০ থেকে ৭০০ টাকা বৃদ্ধি পেয়েছে।’

‘খেজুরের বদলে বরই দিয়ে ইফতার করুন, আঙ্গুর, খেজুর লাগবে কেন?’- শিল্পমন্ত্রীর এ ধরনের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘এই ধরনে বক্তব্য ধর্মপ্রাণ মুসলমানের প্রতি এক ধরনের রসিকতা। খেজুর দিয়ে ইফতারির যেমন সায়েন্টিফিক ব্যাখাও আছে তেমনি একইভাবে মহৎ অনুভুতিও রয়েছে। কারণ, আমাদের প্রিয় নবী (স.) খেজুর দিয়ে ইফতার করতেন।’

রিজভী বলেন, ‘সবজির ভরা মৌসুমেও পেঁয়াজসহ সব জিনিসের দাম এখন আকাশচুম্বী। বাংলাদেশের ইতিহাসে ভরা মৌসুমে পেঁয়াজের চড়া মূল্য নজীরবিহীন ঘটনা। এই সময় পেঁয়াজের মূল্য থাকার কথা ১৫/২০ টাকা, কিন্তু এখনও ১০০ টাকার নিচে কোন পেঁয়াজ পাওয়া যায় না। রোজার আগে ডিম, মাছ-মাংশসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির মূল কারণ হল সরকারদলীয় সিন্ডিকেটের লুটপাট। ডামি সরকারের মন্ত্রীরা সাধারণ মানুষের সঙ্গে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর