ঢাকা: গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) আগামী ১২ অক্টোবর দলটির দশম জাতীয় সম্মেলন করার সিন্ধান্ত নিয়েছে। এদিকে আগামী ৯ মার্চ নিজের অনুসারী নেতাকর্মীদের নিয়ে জাতীয় সম্মেলন করার ঘোষণা দেন দলটির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদের। এরপরই দশম কাউন্সিল ডাকলেন জি এম কাদের।
গতকাল বুধবার (৬ মার্চ) দলটির যৌথ সভায় এই সিন্ধান্ত নেওয়া হয়। জাপার যুগ্ম দফতর সম্পাদক মুহাম্মদ আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ অক্টোবর (শনিবার) সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে দলটির ১০ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। ফলে ৩০ আগস্টের মধ্যে জেলা জাপা সম্মেলন শেষ করতে হবে। এর আগে আগামী ৩০ এপ্রিল ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রীয় প্রতিনিধিদের নিজ নিজ জেলায় বর্ধিত সভা করার জন্য ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়ছে।
প্রসঙ্গত, জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদের দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই। তবে রাজনীতির মাঠে দীর্ঘদিন ধরে জি এম কাদেরের সঙ্গে টানাপোড়েন চলছে দলের পৃষ্ঠপোষক এরশাদপত্নী রওশনের। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তাদের মধ্যকার দ্বন্দ্ব আরও প্রকট হয়। ফলে নির্বাচনে রওশন এরশাদ ও তার ছেলে রাহগির আল মাহি এরশাদ (সাদ এরশাদ) নির্বাচনে অংশই নেননি।
জাতীয় নির্বাচনের পর আগামী ৯ মার্চ নিজের অনুসারী নেতাকর্মীদের নিয়ে জাতীয় সম্মেলন করার ঘোষণা দেন রওশন। সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক করা হয়েছে দল থেকে বেরিয়ে আসা কাজী ফিরোজ রশীদকে। সৈয়দ আবু হোসেন বাবলাকে সহ-আহ্বায়ক এবং সফিকুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে।