Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা দূর করতে সরকার কাজ করছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৪ ১৭:০৩

কুষ্টিয়া: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা বলেছেন, ‘স্বাস্থ্যখাতের দুর্নীতি, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিকসহ সব অব্যবস্থাপনা দূর করতে সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।’

শুক্রবার ( ৮ মার্চ) কুষ্টিয়া মেডিকেল কলেজে সন্ধানী কেন্দ্রীয় পরিষদের ৪২তম বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বক্তব্যে হানিফ বলেন, ‘বিএনপি নামের দলটি বারবার ভুল সিদ্ধান্ত এবং সন্ত্রাসী ও নাশকতা কর্মকাণ্ড করে রাজনীতির ভুল চক্রের মধ্যে আবদ্ধ হয়ে হারিয়ে যাচ্ছে। সেই দলের কথা জনগণও ভাবছে না আমরাও ভাবি না।’

এসময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটুসহ বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সারাবাংলা/এমও

অব্যবস্থাপনা টপ নিউজ স্বাস্থ্যখাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর