Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর ভবনগুলোর নিরাপত্তা ও অনুমতি পরীক্ষা চেয়ে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৪ ১৭:৫১

ঢাকা: স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই— দাবিতে প্রতিবাদী মানববন্ধন করেছে পুরান ঢাকার বাসিন্দারা। এই মানববন্ধনে নগরীর ভবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাণিজ্যিক ভবনগুলোর অনুমতি ও ছাড়পত্র পরীক্ষা করে দেখার দাবি জানানো হয়।

শুক্রবার (৮ মার্চ) সকালে ওয়ারীর আড়ং ভবনের সামনে এই প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা, ফটো সাংবাদিক সংস্কৃতিজন রতন কুমার দাসের সভাপতিত্বে ও সিপিবি নেতা বিকাশ সাহার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জাহিদ হোসেন খান, সাইফুল ইসলাম সমীর, গোলাম রাব্বি খান, হামিদুর রহমান ইকবাল, পরেশ মজুমদার, হেলাল উদ্দিন আহমেদ, প্রিজম ফকিরসহ স্থানীয় বাসিন্দারা।

বক্তারা বলেন, ‘বেইলি রোডের গ্রিন কোজি কটেজের মতো ঢাকা শহরজুড়ে ঝুঁকিপূর্ণ প্রচুর ভবন রয়েছে। এই ভবনগুলো নজরাদারিতে আনা, সংশ্লিষ্ট ভবনগুলোর সব ধরনের অনুমতি বা ছাড়পত্র পরীক্ষা ও জনসাধারণের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা বিধান করার দায়িত্ব সরকারের। দায়িত্বে অবহেলার কারণেই বেইলি রোডে এত বড় বিপর্যয় সংঘটিত হয়েছে। এটি একটি কাঠামোগত ও অবহেলাজনিত হত্যাকাণ্ড।’

বক্তারা আরও বলেন, ‘বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটির মালিকপক্ষ কারা এখন অব্দি সেটি প্রকাশ করার এবং তাদের আইনের আওতায় আনার কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না।’

বক্তারা বলেন, ‘কোনো একটি ঘটনা ঘটার পরে সবাই মিলে কয়েক দিনের জন্য সোচ্চার হওয়া ও কিছু তৎপরতা চলে। নিমতলী, সেজান জুস কারখানা ও তাজরীন গার্মেন্ট কারখানা, চুড়িহাট্টাসহ কোনো ঘটনারই আজ অবধি বিচার হয়নি। ফলে এ ধরনের মৃত্যুকূপের পুনরাবৃত্তি ঘটেই চলেছে।’

বিজ্ঞাপন

বক্তারা অবিলম্বে রাজধানীর সব ভবন তদারকি করার দাবি জানান।

তারা বলেন, ‘এখনই দেখতে হব এ সব ভবন সব নিয়মকানুন অনুসরণ করা হয়েছে কিনা। না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা ঘুষ খেয়ে দায়িত্বে অবহেলা করেছে তাদের আইনের আওতায় আনতে হবে।’

বক্তারা বলেন, ‘আমরা আর একটিও নিমতলী, সিদ্দীকবাজার, চুড়িহাট্টা কিংবা বেইলি রোডের ঘটনা দেখতে চাই না। মানুষের জীবনের নিরাপত্তা দিতে হবে। মানুষের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দিতে হবে।’

সারাবাংলা/একে

নগরবাসী পুরান ঢাকা রাজধানী

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর