Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরা সেক্টর ১১ কাঁচাবাজারে আগুন, কাজ করছে ১০ ইউনিট

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৪ ০২:২৯

উত্তরায় আগুন লেগেছে সোমবার দিবাগত মধ্যরাতে। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজার এলাকায় আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

সোমবার (১১ মার্চ) দিবাগত রাত ২টার দিকে আগুন লাগে সেখানে। ফায়ার সার্ভিস কেন্দ্রীয় কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তা রাকিবুল হাসান আগুন লাগার তথ্য নিশ্চিত করেছেন।

রাকিবুল হাসান বলেন, রাত ২টা ৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া গেছে। খবর পেয়ে রাত ২টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। এখন সেখানে ১০টি ইউনিট কাজ করছে।

স্থানীয়রা জানিয়েছেন, ১১ নম্বর সেক্টর কাঁচাবাজারের যেখানে আগুন লেগেছে, সেটি মূলত মার্কেট। আগুনে সেখানকার বেশকিছু দোকান পুড়ে গেছে। তবে রাত সোয়া ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

সারাবাংলা/টিআর

১১ নম্বর সেক্টর কাঁচাবাজার অগ্নিকাণ্ড আগুন উত্তরা উত্তরায় আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর