Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কটকা ট্রাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস বুধবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৪ ১৬:৪৮

খুলনা: বুধবার (১৩ মার্চ) খুলনা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস। ২০০৪ সালের এ দিনে সুন্দরবনের কটকায় সফরে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন এবং বুয়েটের দুইজনসহ মোট ১১জন ছাত্র-ছাত্রী সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়ে শাহাদতবরণ করেন।

বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ওই ৯ শিক্ষার্থী হলেন- আরনাজ রিফাত রূপা, মো. মাহমুদুর রহমান, মাকসুমুল আজিজ মোস্তাজী, আব্দুল্লাহ হেল বাকী, কাজী মুয়ীদ বিন ওয়ালী, মো. কাওসার আহমেদ খান, মুনাদিল রায়হান বিন মাহবুব, মো. আশরাফুজ্জামান, মো. তৌহিদুল এনাম। এছাড়া বুয়েটের দুইজন ছাত্রের নাম সামিউল ও শাকিল।

বিজ্ঞাপন

সেখান থেকে প্রতিবছর এ দিনটি খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ বছর দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় কালোব্যাজ ধারণ, সকাল ১০টা ১৫ মিনিটে শোকর‌্যালি ও পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টা ৪৫ মিনিটে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে শোকসভা ও স্মৃতিচারণ। এছাড়াও বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল, বাদ মাগরিব এতিমদের সঙ্গে ইফতার ও নৈশভোজ।

সারাবাংলা/ইআ

কটকা কটকা ট্রাজেডি খুলনা বিশ্ববিদ্যালয় শোক

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর