Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইন মেনে চলা রেস্তোরাঁয় প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে রুল

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৪ ২২:৪২

ঢাকা: বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন এবং বিধিমালা মেনে পরিচালিত রেস্তোরাঁ ব্যবসায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে রুল জারি করেছেন হাইকোর্ট।

বাংলাদেশ রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের করা এক রিটের শুনানি শেষে মঙ্গলবার (১২ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আযাদ।

রুলে ২০১৪ সালের বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন এবং ২০১৬ সালের বিধিমালা মেনে পরিচালিত রেস্তোরাঁ ব্যবসায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে ও স্থাপনা না ভাঙতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

বাণিজ্য সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

পরে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম বলেন, ‘রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনার পর কিছু সংস্থা বা কর্তৃপক্ষ আইন অনুসরণ না করে নির্বিচারে রেস্তোরাঁ ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। আইন মেনে চলা ও অনুমতিপ্রাপ্ত রেস্তোরাঁও সিলগালা করে দেওয়া হচ্ছে।’

এতে সরকার রাজস্ব হারাচ্ছে এবং অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ছে। কেননা, রেস্তোরাঁ ব্যবসা বৃহৎ একটি শিল্প। এখান থেকে সরকার বছরে ২২ হাজার কোটি টাকা রাজস্ব পায়। এ শিল্পে ৪৫ লাখ লোক সরাসরি কর্মরত।

এ সব বিষয় উল্লেখ করে রিট দায়ের করা হয়। আজ শুনানি শেষে আদালত রুল জারি করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

আইন টপ নিউজ প্রতিবন্ধকতা রেস্তোরাঁ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর