‘চ্যাম্পিয়নস লিগের ‘তামাশা’ কটাক্ষের জবাব দিয়েছে বার্সা’
১৩ মার্চ ২০২৪ ১৩:৫৪
মেসি-নেইমারদের যুগে সবশেষ চ্যাম্পিয়নস লিগ জিতেছিল তারা। গত চার মৌসুম ধরে এই টুর্নামেন্টে রীতিমত নাস্তানাবুদ হতে হয়েছে বার্সেলোনাকে। চার মৌসুম পর অবশেষে কোয়ার্টার ফাইনালে উঠেছে কাতালানরা। দুর্দান্ত ফুটবল খেলে নাপোলিকে ৩-১ ব্যবধানে হারিয়ে শেষ আটে উঠেছে জাভির দল। ম্যাচ শেষে বার্সা কোচ জাভি বলছেন, সব সমালোচনার জবাব মাঠেই দিয়েছে তার দল।
২০২০ সালের পর এই প্রথমবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সা। কয়েক মৌসুম ধরেই এই টুর্নামেন্টে সুবিধা করতে পারছিল না তারা। বারবারই গ্রুপ পর্ব কিংবা দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিয়ে নানা কটাক্ষ শুনতে হয়েছে কাতালানদের। এবারও নাপোলির বিপক্ষে ম্যাচের আগে অনেকেই ভেবেছিলেন, কোয়ার্টার ফাইনালে হয়তো আর খেলা হবে না জাভিদের।
তবে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে সবাইকে ভুল প্রমাণ করে দুর্দান্ত খেলেছে বার্সা। ৩-১ গোলের দাপুটে জয়ে দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে জিতে শেষ আটে পা রেখে তারা। জাভি বলছেন, সব সমালোচনার জবাব দিয়েই কোয়ার্টারে খেলার যোগ্যতা অর্জন করেছে তার দল, ‘আমার চলে যাওয়ার সিদ্ধান্ত দলকে এগিয়ে নিতে সাহায্য করেছে। কেউ আমাকে বিশ্বাস করেনি। সবাই বলেছিল ড্রেসিংরুমের উপর আমার নিয়ন্ত্রণ থাকবে না। আমার দলের ফুটবলাররা অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। অনেক বাজে সমালোচনাও শুনতে হয়েছে। আমি এমনটাও পড়েছি যে আমরা চ্যাম্পিয়নস লিগের জন্য একটা তামাশা! এখন তারা কোথায়?’
লা লিগায় রিয়ালের চেয়ে বেশ পিছিয়ে থাকলেও চ্যাম্পিয়নস লিগে ভালোভাবেই টিকে রইল বার্সা। শেষ আটে অবশ্য কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে বার্সাকে। তরুণ দলটির প্রতি পূর্ণ আস্থা আছে জাভির, ‘আমরা আগের মৌসুমের চেয়ে ভালো খেলছি। আমি দলের পারফরম্যান্সে দারুণ খুশি। আমরা দুর্দান্ত ফুটবল খেলেছি। আমি সবাইকে নিয়ে গর্বিত। এটা ধরে রাখার চেষ্টা চালিয়ে যেতে হবে।’
সারাবাংলা/এফএম