Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত থেকে ২০০ মেট্রিক টন আলু আমদানি

লোকাল করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৪ ০৯:১০

বেনাপোল (যশোর): দেশের বৃহত্তর স্থল বন্দর বেনাপোল দিয়ে ভারত থেকে ২০০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। দেশটি থেকে ৮টি ট্রাকে করে আলুর চালানটি নিয়ে আসা হয়।

এ আলুর চালানটি আমদানি করেছেন ইন্ট্রিগ্রেটেড ফুড অ্যান্ড বেভারেজ বাংলাদেশ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান। রফতানিকারক প্রতিষ্ঠান হলো ভারতের পেপসিকো ইন্ডিয়া হোল্ডিংস। বৃহস্পতিবার (১৪ মার্চ) বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

ট্রান্সমেরিন লজিস্টিক লিমিটেড সিএন্ডএফ এজেন্টর প্রতিনিধি মাসুম বিল্লা জানান, বৃহস্পতিবার ভারতীয় ৮টি ট্রাকে করে ২০০ মেট্রিক টন আলু আমদানি করেছে। যার প্রতি মেট্রিক আলু আমদানি করতে খরচ পড়ছে ১৯৪ মার্কিন ডলার। এছাড়া আলুর চালানটি আগামী রোববার ১৭ মার্চ খালাস হবে।

বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল ইসলাম জানান, ২০০ মেট্রিক টন আলু বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। এ আলুর চালানটি বন্দর থেকে খালাস নিতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে সিএন্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান ট্রান্সমেরিন লজিস্টিক লিমিটেড। আলুর চালানটি দ্রুত খালাস করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এনএস

আলু আমদানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর