মতিঝিলে নবজাতকের লাশ উদ্ধার
২৫ মে ২০১৮ ১৮:২২
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয়ের গেটের পাশ থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ মে) বিকাল পৌনে ৫টার দিকে মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নবজাতকের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মতিঝিল থানার উপ পরিদর্শক (এসআই) মাহফুজার রহমান জানান, খবর পেয়ে বিদ্যালয়ের পাশে সিটি করপোরেশনের ড্রামের নিচ থেকে একটি বাজারের ব্যাগের ভেতর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। ধারণা হচ্ছে কে বা কারা নবজাতকটি ফেলে রেখে গেছে।
সারাবাংলা/এসএসআর/এমও