Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি

স্পেশাল করেসপডেন্ট
১৫ জানুয়ারি ২০২৫ ২৩:০০ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১০:৩৫

ঢাকা: ‘আদিবাসী’দের ওপর নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে সকল বিবেকবান মানুষকে তাদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা আহ্বান জানিয়েছে। একইসঙ্গে বাদ দেওয়া গ্রাফিতি পুনরায় পাঠ্যপুস্তকে সংযুক্ত করতে হবে। এর পাশাপাশি অবিলম্বে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে বলে দলটি জানান।

বুধবার (১৫ জানুয়ারি) সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এই দাবি জানান।

বিজ্ঞাপন

বিবৃতিতে নেতারা রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে ‘আদিবাসী’ শিক্ষার্থীদের ওপর হামলা করে গুরুতর আহত করার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। নেতারা হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের আওতায় আনার জন্য সরকারের নিকট জোর দাবিও জানান।

নেতারা বলেন, ‘নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী’ শব্দ সম্বলিত জুলাই গণঅভ্যুত্থানের একটি গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে ‘আদিবাসী’ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে বর্বর হামলা চালায় ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামক সংগঠন। এতে বেশ কয়েকজন ‘আদিবাসী’ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। ‘আদিবাসী’ শিক্ষার্থীদের আজকের কর্মসূচি প্রতিহত করতে তারা একই সময়ে পালটা কর্মসূচি ঘোষণা করে। হামলায় বেশ কয়েকজন ‘আদিবাসী’ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

সারাবাংলা/এএইচএইচ/এইচআই

আদিবাসী সিপিবি স্টুডেন্টস ফর সভারেন্টি

বিজ্ঞাপন

বায়ু দূষণে আজ ৫ নম্বরে ঢাকা
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৪

ছাত্রদলের ৩ নেতাকে নোটিশ
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২১

আরো

সম্পর্কিত খবর