হিজলায় জমি থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
১৬ মার্চ ২০২৪ ১৯:১০
বরিশাল: বরিশালের হিজলায় জামাল মাঝি (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া এলাকার মেঘনা নদী তীরের একটি সয়াবিন ক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জামাল মাঝি ওই এলাকার মৃত কাদের মাঝির ছেলে। তিনি ধুলখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথের অনুসারী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনার তীরে জামাল মাঝির মাছঘাট রয়েছে। মাছের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় চেয়ারম্যান জামাল ঢালীর সঙ্গে তার বিরোধ ছিল। মরদেহ উদ্ধারের পর তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন দেখা যায়।
নিহত জামাল মাঝির স্ত্রী আখি নুর বলেন, ‘শুক্রবার রাতে ধুলখোলা ইউনিয়ন চেয়ারম্যান জামাল ঢালির সঙ্গে জামাল মাঝির তর্কবিতর্ক হয়। তখন চেয়ারম্যান জামাল ঢালি আমার স্বামীকে হত্যার হুমকি দেন। এরপর শনিবার সকালে নদীর তীরে আমার স্বামীর রক্তাক্ত মরদেহ পেয়েছি।’
তিনি আরও জানান, তার স্বামী ভোরে ফজরের নামাজ পড়তে বের হন আর ফেরেননি। সকালে চরে সয়াবিন ক্ষেতে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে চেয়ারম্যান জামাল ঢালী বলেন, ‘কে বা কারা জামাল মাঝিকে হত্যা করে সয়াবিন ক্ষেতে ফেলে রেখেছে, এ বিষয়ে আমি কিছু জানি না। এর আগে জামাল মাঝি নিজেই তার ঘরে আগুন দিয়ে হামলার নাটক করেছিলেন।’
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের হোসেন বলেন, ‘দুপুর ১২টার দিকে পালপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী কার্যক্রম চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।’
সারাবাংলা/এমও