Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গরমে বেঁকে গেছে রেললাইন, ট্রেনের ৯ বগি লাইনচ্যুত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৪ ১৭:৪২

কুমিল্লা: গরমে রেললাইন বেঁকে যাওয়ায় কুমিল্লায় ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় অন্তত তিন/চার জন আহত হয়েছেন।

এদিকে, ট্রেন লাইনচ্যুতের ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চাঁদপুর ও কক্সবাজারমুখী সব ট্রেন চলাচল বন্ধ আছে। তবে চট্টগ্রাম অভিমুখী লাইন সচল আছে। ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

রোববার (১৭ মার্চ) দুপুর পৌনে দুইটার দিকে নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশন সংলগ্ন তেজের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রেলওয়ের কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এদিন নির্ধারিত সময়ের অনেক পরে ময়মনসিংহ অভিমুখী বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছেড়ে আসে। ট্রেনটি চৌদ্দগ্রামের গুণবতী স্টেশন পার হয়ে নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে প্রবেশের সময় আউটারে নয়টি বগি লাইনচ্যুত হয়।

লিয়াকত আলী মজুমদার জানান, হঠাৎ গরমের কারণে লাইন বেঁকে গিয়ে এমন দুর্ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। ট্রেনটিকে উদ্ধারে লাকসাম থেকে আরেকটি ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

সারাবাংলা/পিটিএম

কুমিল্লা টপ নিউজ ট্রেন লাইনচ্যুত


বিজ্ঞাপন
সর্বশেষ

ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০

সম্পর্কিত খবর