Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রান্তিক নারীদের অর্ধেক দামে ১০ খাদ্যপণ্য দিচ্ছে পুনাক সমিতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৪ ১৯:৫৫

চুয়াডাঙ্গায় প্রান্তিক নারীদের বাজার মূল্যের অর্ধেক দামে ১০টি প্রয়োজনীয় খাদ্যপণ্য বিক্রির কর্মসূচি উদ্বোধন করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি। ছবি: সারাবাংলা

চুয়াডাঙ্গা: রমজান মাস উপলক্ষে প্রান্তিক নারীদের হাতে সাশ্রয়ী মূল্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতি।

রোববার (১৭ মার্চ) সকাল ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইনসে সপ্তাহব্যাপী সাশ্রয়ী বাজার কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জান্নাতুল ফেরদৌস ও উপদেষ্টা জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান।

এই কর্মসূচির আওতায় সপ্তাহব্যাপী শতাধিক প্রান্তিক নারী ১০টি খাদ্যসামগ্রী অর্ধেক মূল্যে পাবেন। নারীরা ২৫ টাকা কেজি দরে চাল, ৪০ টাকা কেজি দরে ডাল, ৮০ টাকা কেজি দরে তেল, ৬৮ টাকা কেজি দরে চিনি, ১৫ টাকা কেজি দরে আলু, ২৮ টাকা কেজি দরে পেঁয়াজ, ৫০ টাকা কেজি দরে ছোলা, ৬৪ টাকা কেজি দরে মুড়ি, ৪৫ টাকা কেজি দরে বেসন ও ৮৫ টাকা কেজি দরে খেজুর কিনতে পারবেন।

প্রান্তিক নারীরা জানান, বাজার মূল্যের চেয়ে অর্ধেক মূল্যে পুলিশ নারী কল্যাণ সমিতির পক্ষ থেকে খাদ্য সামগ্রী কিনতে পেরে তারা খুশি এবং এ উদ্যোগ অব্যাহত রাখার আবেদন জানান তারা।

চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ও পুলিশ সুপারের স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, রমজান উপলক্ষে চুয়াডাঙ্গার দরিদ্র নারীদের পাশে দাঁড়িয়েছি। তাদের কাছে বাজার মূল্যের তুলনায় অর্ধেক মূল্যে সপ্তাহব্যাপী প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিক্রি করা হবে।

এ সময় সমিতির উপদেষ্টা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান বলেন, পুলিশ নারী কল্যাণ সমিতির এ কর্মসূচির জন্য পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। প্রথম দিনে সাশ্রয়ী বাজারে যে সাড়া পাওয়া গেছে তা আমাদের ভালো লেগেছে। কারণ দরিদ্র নারীরা বাজার মূল্যের তুলনায় অর্ধেক মূল্যে তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনতে পেরেছেন। তারা দান বা সাহায্য নিচ্ছে না।

জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিআর

পুনাক পুলিশ নারী কল্যাণ সমিতি সাশ্রয় বাজার সাশ্রয়ী বাজার


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর