Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শুধু সাকিব নয়, বিএনপির অনেকে যোগাযোগ করেছিল’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৪ ১৫:৩৮

ঢাকা: ক্রিকেটার সাকিব আল হাসান এবং কিংস পার্টি বিএনএম’র সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, এটা তো গোপন করার কিছু নয়। আমাকে অফার দিয়েছিল, আমি গ্রহণ করিনি।

‘সাকিব আল হাসান দেশের গৌরব। তিনি এখানে (বিএনএম) কিছু করতে পারেননি। পরে অন্য জায়গায় যোগ দিয়েছেন। বিএনপির অনেকে যোগযোগ করেছিলেন। আমি তাদের নিরুৎসাহিত করেছি। এ কারণে বিএনএমের অনেকে অভিযোগ করে বলেছেন, আমি নাকি তাদের সঙ্গে তালবাহনা করেছি’- বলেন হাফিজ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘নির্বাচনের আগেই আমি বিএনপির শীর্ষ নেতাদের বলেছিলাম, যারা অফার নিয়ে এসেছিল, তাদেরকে বলেছিলাম, এই বয়সে রাজনৈতিক দল পরিবর্তন করতে পারব না। আমার রাজনৈতিক কোনো বিলাস নেই।’

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর বনানীতে নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র নেই, দেশে নোংরা রাজনীতি বিরাজমান। যে দলই সরকারে থাকে, সেই দলই নির্বাচনি বৈতরণী পার হতে অনেক নোংরা খেলা খেলে থাকে। রাজনীতিতে কোনো শর্টকার্ট পথ বলতে কিছু নেই। সাধারণ মানুষের সঙ্গ ছাড়া রাজনীতিতে টিকে থাকা যায় না।’

হাফিজ বলেন, ‘সরকারের পক্ষে যারা যোগাযোগ করেছে তাদের বলেছি, ৩২ বছরের রাজনীতিক জীবনে দল পরিবর্তন করা সম্ভব নয়। আমি রাজনীতি থেকে অবসর নিতে চাই। আমার সাথে সামরিক বাহিনীর কয়েকজন বারবার অফার নিয়ে আসেন, সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে। তাদেরই কয়েকজন সাকিব আল হাসান হাসানকে আমার কাছে নিয়ে আসেন। আমি তখন বলি, তুমি বিশ্বমানের খেলোয়াড়। তুমি রাজনীতি করবে কিনা সেটি তোমার ব্যাপার। সাকিব তার সিদ্ধান্ত নিয়েছেন।’

তিনি বলেন, ‘আমার মনে হয় সরকার নিজেদের ব্যর্থতা ঢাকার জন্যই আমার বিরুদ্ধে এসব করেছে। আমি বিএনপি সরকারের শেষ সময় বাণিজ্যমন্ত্রী ছিলাম। খেজুরে বদলে বরই খেতে বলিনি। সিন্ডিকেট করতে দেইনি। আমি বাবার দেওয়া বাড়িতে থাকি। আমার বিরুদ্ধে দুদকে কোনো অভিযোগও নেই।’

সারাবাংলা/এজেড/ইআ

কিংস পার্টি টপ নিউজ মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ সাকিব আল হাসান


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর