Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জবি শিক্ষার্থী মীমের অভিযোগ নিয়ে কাজ করছে সাইবার টিম’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৪ ১৫:৫৯ | আপডেট: ১৯ মার্চ ২০২৪ ১৭:২১

ঢাকা: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী কাজী ফারজানা মীমের যৌন হয়রানির অভিযোগ নিয়ে গোয়েন্দা পুলিশের সাইবার টিম কাজ করছে। ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গেও সাইবার টিম যোগাযোগ রাখছে। বিষয়টি নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গেও কথা বলেছি।

মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘সোমবার (১৮ মার্চ) একটি অভিযোগ করেছে মীম। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনেক কথা বলেছেন।’

প্রশাসনিক বিষয়গুলো আমরা সমাধান করতে পারবো না জানিয়ে ডিএমপির গোয়েন্দা প্রধান বলেন, ‘তাকে (মীম) কেন বার বার ফেল করানো হচ্ছে, সেগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখবে। তবে তাকে আটকে রাখা হয়েছিল বা হুমকি দেওয়ার বিষয়গুলো আমরা তদন্ত করছি। অভিযোগের বিষয়ে অনেক কিছুই আমাদের হাতে নেই।’

শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ দেওয়ায় হত্যাসহ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকি পাচ্ছেন জবির ফিল্ম ও টেলিভিশন বিভাগের শিক্ষার্থী কাজী ফারজানা মীম। আতঙ্কিত হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে সোমবার বিকালে ডিবি কার্যালয়ে শিক্ষক আবু শাহেদ ইমন ও বিভাগের চেয়ারম্যান জুনায়েদ আহমেদ হালিমের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন এই শিক্ষার্থী।

সারাবাংলা/ইউজে/এনএস

কাজী ফারজানা মীম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জবি শিক্ষার্থী মীম টপ নিউজ যৌন হয়রানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর