দেশের কল্যাণে যুগোপযোগী পরিকল্পনা প্রণয়নের সুপারিশ
২০ মার্চ ২০২৪ ১৮:৫২
ঢাকা: মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করে দেশের কল্যাণে যুগোপযোগী পরিকল্পনা প্রণয়নের জন্য দ্বাদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সুপারিশ করেছে।
বুধবার (২০ মার্চ) দ্বাদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি এম এ মান্নানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য মন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম, বীরেন শিকদার, মো. শহীদুজ্জামান সরকার, মো. আবদুস সবুর, এ কে এম মোস্তাফিজুর রহমান এবং খালেদা বাহার বিউটি সভায় অংশ নেন।
বৈঠকে পূর্ববর্তী বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ শেষে মন্ত্রণালয় ও তার অধীন উচ্চ অগ্রধিকার প্রকল্পসমূহের তালিকা ও কার্যাবলী অবহিতকরণ এবং পরিকল্পনা কমিশনের কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হয়।
এছাড়া যাগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন সাধনের উদ্দেশে ‘মহেশখালি-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম’ শীর্ষক প্রকল্প ও ‘দোহাজারী হতে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত সিংগেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নিমার্ণ’ শীর্ষক প্রকল্পসমূহের সর্বশেষ অগ্রগতি উপস্থাপন করে।
সারাবাংলা/এএইচএইচ/এমও