Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালিবাগে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন, দগ্ধ ৩

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৪ ২০:১০

ঢাকা: রাজধানীর মালিবাগে শাহজালাল নামে একটি খাবার হোটেলে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনে তিন কর্মচারী দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- মারুফ (১৬) জুলহাস (১৭) ও সবুজ (২৪)।

বুধবার (২০মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মালিবাগ মোড়ের হোসআপ টাওয়ার সংলগ্ন গলিতে শাহজালাল নামে একটি খাবার হোটেলে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই হোটেলের দগ্ধ কর্মচারীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়। তাদের হাত-পাসহ শরীরের কিছু অংশ পুড়ে গেছে।

বিজ্ঞাপন

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা হোটেলের আরেক কর্মচারী তৌহিদ জানান, হোটেলের গ্যাসলাইন লিকেজের কারণে আগুন লাগে। এ সময় তিন কর্মচারী দগ্ধ হন। তারা ইফতারি আইটেম বিক্রি করছিল। ঘটনার পর পরই আগুন নিভিয়ে ফেলা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মালিবাগ থেকে হোটেলের তিন কর্মচারী দগ্ধ হয়ে বার্ন ইউনিটে আসছে। তাদের হাত-পাসহ শরীরের কিছু অংশ পুড়ে গেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

গ্যাসলাইন মালিবাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর