Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণহত্যা ও নারী নির্যাতনের ওপর আলোকচিত্র প্রদর্শনী

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৪ ১৯:২৭

ঢাকা: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও নারী নির্যাতনের ওপর আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে সেক্টর কমান্ডারস্ ফোরাম- মুক্তিযুদ্ধ’ ৭১। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত আগামী ২৫ মার্চ পর্যন্ত এই প্রদর্শনী চলবে।

বুধবার (২১ মার্চ) রাজধানীর বেইলি রোডে ১ সিদ্ধেশ্বরী লেন মিলনায়তনে প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্যশিল্পী হাসেম খান।

প্রদর্শনীর উদ্বোধনকালে হাসেম খান নতুন প্রজন্মকে দেশের স্বাধীনতার ইতিহাস জানার আহ্বান জানিয়ে বলেন, ‘বাঙালির স্বাধীনতার শত্রুরা নতুন করে আবারও সংগঠিত হয়েছে। যুবশক্তিকে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হয়ে এই অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে।’

মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা বিকাশে সেক্টর কমান্ডারস্‌ ফোরামের গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য সংগঠনটিকে ধন্যবাদ জানান হাসেম খান।

সংগঠনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ও লেখক হারুন হাবীব বলেন, ‘বাংলাদেশের গণহত্যার স্বীকৃতি আদায় করতে বিবেকসম্পন্ন সব মানুষকে একযোগে কণ্ঠ মেলাতে হবে।’

দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৃহত্তম এ গণহত্যার ঘটনা আজও পর্যন্ত জাতিসংঘের স্বীকতি না পাওয়া একটি দুর্ভাগ্যজনক।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের কার্যনির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল আলম। এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি এ কে এম শহিদুল হক এবং ফোরামের যুগ্ম মহাসচিব ও আলোকচিত্র প্রদর্শনীর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহজাহার মৃধা বেনু।

সারাবাংলা/ইএইচটি/একে

১৯৭১ সাল গণহত্যা নারী নির্যাতন মুক্তিযুদ্ধ হাসেম খান

বিজ্ঞাপন

সিইসি ও ৪ কমিশনারের শপথ আজ
২৪ নভেম্বর ২০২৪ ০১:৩৩

আরো

সম্পর্কিত খবর