‘জেনেভা ক্যাম্পে আর কাউকেই মাদক ব্যবসা করতে দেওয়া হবে না’
২৬ মে ২০১৮ ১৩:২৭ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ২০:০০
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে বিহারী ক্যাম্পে (জেনেভা ক্যাম্প) মাদকবিরোধী অভিযান শেষে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেছেন, ‘এখানে আর কাউকেই মাদক ব্যবসা করতে দেওয়া হবে না।’
শনিবার (২৬ মে) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান চলে। অভিযানে মাদক ব্যবসায় জড়িত সন্দেহে অন্তত একশ জনকে আটক করা হয়েছে। তবে ক্যাম্পের বাসিন্দারা বলছেন, র্যাব যাদের আটক করেছে তাদের অধিকাংশই কর্মজীবী। তারা মাদকের সঙ্গে জড়িত নয়।
গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ বলেন, ‘জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার ও শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে যারা মাদকের সঙ্গে জড়িত নয়, যারা মাদক ব্যবসা করে না তাদের ছেড়ে দেওয়া হবে।’
হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘জেনেভা ক্যাম্পে যারা মাদক ব্যবসা করে, তারা যেন ব্যবসা ছেড়ে দেয়। র্যাবের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।’
অভিযানের আগে পুরো ক্যাম্পের আশেপাশে দুই শতাধিক র্যাব সদস্য মোতায়েন করা হয়। সেই সঙ্গে ডগ স্কোয়াড দিয়েও পুরো ক্যাম্পটি তল্লাশি করা হয়। বিহারী ক্যাম্পে গাঁজা, ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের ক্রয়-বিক্রয় হয়, এমন তথ্যের ভিত্তিতেই সেখানে অভিযান চালানো হয় বলে জানান র্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র (এএসপি) মিজানুর রহমান।
সারাবাংলা/ইউজে/এমও
আরও পড়ুন: জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান, আটক শতাধিক