Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ব্যস্ত সড়কে ছিনতাইয়ের শিকার নারী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৪ ০৮:৫৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ব্যস্ততম সড়কে রিকশাযাত্রী নারীর হাতব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে আসা যুবক হাতব্যাগটি টান মেরে নিয়ে দ্রুত পালিয়ে যায় বলে ওই যাত্রী অভিযোগ করেছেন। ব্যাগে নগদ ৬০ হাজার টাকা ও একটি মোবাইল ছিল।

রোববার (২৪ মার্চ) রাত ৯টার দিকে নগরীর কোতোয়ালী থানার আসকার দিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটেছে।

নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার অতনু চক্রবর্তী সারাবাংলাকে বলেন, ‘একজন নারী ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে যায়। ওই নারী জানিয়েছেন, নগদ ৬০ হাজার টাকা ও একটি মোবাইলসহ তার হাতব্যাগ ছিনতাই হয়েছে। আমরা আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছি।’

প্রত্যক্ষদর্শী স্থানীয় স্টেশনারি দোকানি ফারুক হোসেন সারাবাংলাকে বলেন, ‘এ সড়কে নিয়মিত গাড়ির চাপ থাকে। তবে আজ (রোববার) ইফতারির সময় গাড়ির চাপ কিছুটা কম ছিল। কাজির দেউড়ি এক নম্বর গলির মুখে এস আলম টাওয়ারের সামনে হঠাৎ চিৎকার-চেঁচেমেচি শুনে দৌড়ে যাই। সেখানে দুজন মহিলা কান্না করছিলেন। এদের একজনের ব্যাগ ছিনতাই হয়েছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসে।’

ঘটনাস্থলে যাওয়া কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন বড়ুয়া সারাবাংলাকে বলেন, ‘দুই নারী যাত্রীসহ রিকশাটি জামালখান থেকে কাজির দেউড়ির দিকে যাচ্ছিল। পেছন থেকে বাইকে দুই যুবক আসে। পেছনের যুবক এক নারীর কাঁধে থাকা ব্যাগটি টান মেরে নিয়ে দ্রুত পালিয়ে যায়। আমরা ওই নারীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি। ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

উল্লেখ্য, একইস্থানে মাসখানেক আগে এক বিদেশি আলোকচিত্রী ছিনতাইয়ের শিকার হয়েছিলেন।

সারাবাংলা/আরডি/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ

‘তুফান’ আসছে হিন্দি ভাষায়
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৯

সম্পর্কিত খবর