Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুধবার থেকে মেট্রোরেল চলার সময় বাড়বে ১ ঘণ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৪ ১৬:১৩

ঢাকা: আগামী বুধবার (২৭ মার্চ) থেকে মেট্রোরেল চলাচলের সময় ১ ঘণ্টা বাড়বে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটার সুবিধা করে দিতে এ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন নির্ধারিত সময়ে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল।

এর আগে, এক সংবাদ সম্মেলনে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানিয়েছিলেন আসন্ন ঈদের কারণে নিউমার্কেটসহ অনেক জায়গায় রাত পর্যন্ত চলে বেচাকেনা। দোকান বন্ধ করার পর ক্রেতা ও বিক্রেতা বাসায় ফেরার সময় বিপাকে পড়েন। কেনাকাটার জন্য মানুষ বের হওয়ায় যাত্রীও বাড়বে। তাই ১৬ রোজা অর্থাৎ আগামী বুধবার (২৭ মার্চ) থেকে রাত ৯টার পরও মেট্রোরেল চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, ১৬ রোজার দিন মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন ৯টা ২০ মিনিটে ছাড়বে। বাড়তি সময়ে ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। এতে চলাচলরত ট্রেনের সংখ্যা ১০টি বাড়বে। এখন দিনে ১৮৪ বার ট্রেন চলছে। বুধবার থেকে চলবে ১৯৪ বার। তবে পবিত্র ঈদুল ফিতরের দিন মেট্রোরেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানাতে ২৬ মার্চ সংবাদ সম্মেলন করবে ডিএমটিসিএল।

সারাবাংলা/জেআর/ইআ

ডিএমটিসিএল মেট্রোরেল

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর