Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলিতে আহত বাংলাদেশিকে নিয়ে গেল বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৪ ১৫:৩৭

সীমান্ত এলাকা। প্রতীকী ছবি

লালমনিরহাট: জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে লিটন মিয়া (২২) নামে একজন বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তাকে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে হাসপাতালে ভর্তি করেছে বলে জানা গেছে।

সোমবার (২৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী পশ্চিম বর্ডার এলাকায় ৯২৩ নং পিলারে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহত যুবক লিটন পারভেজ ওই এলাকার দীঘলটারী সাংকাচওড়া গ্রামের মোকছেদুল হকের ছেলে।

বিজ্ঞাপন

সীমান্তবাসী জানান, প্রতিদিনের মতো সোমবার রাতে ভারতের ব্যবসায়ীদের সহায়তায় গরু পাচার করতে দীঘলটারী পশ্চিম বর্ডার সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশটিতে প্রবেশ করে একদল রাখাল। গরু নিয়ে ফেরার পথে জেলার দিনহাটা কৈমারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ঘিরে ফেলে।

এ সময় গরু পাচারকারীরা এলাকায় ফোন করলে লিটন পারভেজসহ ২০-২৫ জন বাংলাদেশি তাদের উদ্ধার করতে ভারতে প্রবেশ করেন। লিটন পারভেজ লাঠি নিয়ে একজন বিএসএফ সদস্যকে ধাওয়া করলে আত্মরক্ষার্থে গুলি ছুড়ে বিএসএফ। বাকিরা পালিয়ে ফিরলেও সেই গুলিতে আহত হয়ে ভারতের অভ্যন্তরে পড়ে ছিলেন লিটন পারভেজ। পরে তাকে উদ্ধার করে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। কয়েক বছর আগেও এমনভাবে পাচার করতে গিয়ে বিএসএফের রাবার বুলেটের আঘাতে লিটন পারভেজ আহত হয়েছিলেন বলে জানান সীমান্তবাসী।

লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন বলেন, সীমান্তে লিটন নামে একজন যুবক আহত হয়েছেন। তাকে ভারতের এমজি হাসপাতালে ভর্তি করেছে বিএসএফ। সেখানে তার চিকিৎসা চলছে।

সারাবাংলা/এনএস

টপ নিউজ বিএসএফ লালমনিরহাট

বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়ায় ব্যবসায়ী গুলিবিদ্ধ
৩১ অক্টোবর ২০২৪ ১৬:৪০

সম্পর্কিত খবর