Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে মসজিদে এসি বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৪ ১৮:৪৬

বরিশাল: বরিশাল নগরীর ব্যস্ততম সড়ক চকবাজার এলাকার জামে এবায়দুল্লাহ মসজিদের দ্বিতীয় তলায় এসি বিস্ফোরণ হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে  তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

মসজিদের মুসল্লিরা জানান, জোহরের নামাজ আদায় করতে সকল মুসল্লিরা যখন প্রস্তুত হচ্ছিল ঠিক সেই সময় ইমামের কক্ষের এসি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। আগুনে ইমামের কক্ষে থাকা বিভিন্ন আসবাবপত্র ও ইসলামিক বই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. সামসুল আলম বলেন, ‘মসজিদের ওই এসি ছাড়া আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সঙ্গে সঙ্গে মসজিদের বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন মসজিদে নামাজ আদায় করতে পারব।’

বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, খবর পেয়ে তাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে মসজিদের মুসল্লিদের মাধ্যমে এসি বিস্ফোরণের ঘটনা জানতে পেরেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে মূল কারণ জানা যাবে।

বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের সহকারী পুলিশ কমিশনার নাফিসুর রহমান বলেন, ‘জামে এবায়দুল্লাহ মসজিদে এসি বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এখানে আমরা ফায়ার সার্ভিস সদস্যদের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করেছি।’

সারাবাংলা/একে

এসি বিস্ফোরণ বরিশাল মসজিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর