সিরিয়ার আলেপ্পো শহরে ইসরাইলের হামলা, নিহত ৩৮
২৯ মার্চ ২০২৪ ১৩:২৩ | আপডেট: ২৯ মার্চ ২০২৪ ১৮:০৩
সিরিয়ার আলেপ্পো শহরে ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় অন্তত ৩৮ জন বেসামরিক ও সামরিক কর্মী নিহত হয়েছেন। এর মধ্যে পাঁচজন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদস্য রয়েছে। খবর আলজাজিরা।
সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার (২৯ মার্চ) ভোরে ইসরাইলি বিমান হামলায় আলেপ্পোতে বেশ কিছু লোক নিহত ও আহত হয়েছেন। এছাড়া অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
দু’টি নিরাপত্তা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিয়ার আলেপ্পো শহরে ইসরাইলি সামরিক বাহিনী এবং নামহীন সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৩৮ জন বেসামরিক এবং সামরিক কর্মী নিহত হয়েছেন। এর মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পাঁচ সদস্য রয়েছেন।
এর আগে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, আলেপ্পোতে ড্রোন হামলার সঙ্গে ‘একযোগে’ বিমান হামলা চালিয়েছে ইসরাইল। তবে এই হামলায় কতজন নিহত হয়েছে তা নিশ্চিত করেনি সিরিয়ার সরকার।
যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত একটি অস্ত্রের ডিপোতে আঘাত করে ইসরাইলি সামরিক বাহিনী। এর ফলে একাধিক বড় ধরনের বিস্ফোরণ ঘটে।
বছরের পর বছর সিরিয়ায় হামলা চালিয়ে আসছে ইসরাইল। দেশটির পূর্ব, দক্ষিণ এবং উত্তর-পশ্চিমাঞ্চলসহ রাজধানী দামেস্কের আশেপাশের শহরগুলোতে প্রভাব বিস্তার করেছে হিজবুল্লাহসহ ইরান সমর্থিত গোষ্ঠীগুলো।
সারাবাংলা/এনএস