Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে হেরোইনসহ ভারতীয় নাগরিক আটক

লোকাল করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৪ ২৩:০৫

বেনাপোল: ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর হেরোইনসহ সঞ্জয় বিশ্বাস নামে এক ভারতীয় পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

শুক্রবার (২৯ মার্চ) বিকালের গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্তের বড় আঁচড়া গাতিপাড়া মোড় থেকে তাকে আটক করা হয়। আটক আসামি সঞ্জয় বিশ্বাস ভারতের উত্তর পিরোজপুর এলাকার কার্তিক বিশ্বাসের ছেলে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, ৪৫ গ্রাম হেরোইনসহ সঞ্জয় বিশ্বাস নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি ভারতের নাগরিক। এসময় আরেকজন ৩২২ পুরিয়া হেরোইনের প্যাকেট ফেলে পালিয়ে যায়। সর্বমোট হেরোইনের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৯৬ হাজার টাকা।

বিজ্ঞাপন

এ বিষয়ে আইন অনুযায়ী কার্যক্রম প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এমও

ভারতীয় নাগরিক হেরোইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর