Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ট্রেনের ধাক্কায় কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৪ ১০:৫৯

ঢাকা: রাজধানীর নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় মোয়াজ (১৫) নামে এক মানসিক প্রতিবন্ধী কিশোর নিহত হয়েছে।

শনিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে নাখালপাড়া বড় মসজিদের সামনের রেললাইনে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক সকাল ৮টার দিকে মৃত্যু ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা চাচা মো. কাউসার আহমেদ জানান, মোয়াজের বাবার নাম ইয়াহিয়া শরীফ। তাদের নিজেদের বাড়ি পশ্চিম নাখালপাড়ায়। মোয়াজ মানসিক প্রতিবন্ধী ছিল। সকালে কাউকে কিছু না বলেই বাসা থেকে সে বেরিয়ে যায়। এরপর খবর পান বাসার পাশে নাখালপাড়া বড় মসজিদের সামনে রেললাইনে ট্রেনের ধাক্কায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মোয়াজ। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরের মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ

কিশোর নিহত টপ নিউজ ট্রেনের ধাক্কা


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর